বোচাগঞ্জ/দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সরকারি প্রণোদনা ও কৃষকদের আন্তরিক পরিশ্রমের ফলে এ সাফল্য এসেছে। ফলে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর পাশাপাশি খরিপ-১ মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে ১,০৪৫ হেক্টর জমিতে। এবার গড়ে প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ফলন হয়েছে ৩৭.৫ মণ, যা প্রতি হেক্টরে প্রায় ১১.৫ মেট্রিক টন। অনেক জমিতে ৪০ থেকে ৪২ মণ পর্যন্ত ফলন মিলেছে।
সরকার ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করেছে। রোগবালাই কম এবং উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। বর্তমানে প্রতিমণ কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকা দরে, আর শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকা দরে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমিতে গাছ থেকে ভুট্টার মোচা সংগ্রহ চলছে। কোথাও কোথাও রোদের তাপ লাগানোর জন্য গাছের আগা ও পাতা ছেঁটে ফেলা হয়েছে। আবার কোথাও ভুট্টা বস্তাবন্দি করে ভ্যানে তোলা হচ্ছে বাজারে পাঠানোর জন্য।
খানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, “৩৩ শতক জমিতে বোরো ধানের পরিবর্তে ভুট্টা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে, আর বাজারে দামও ভালো পাচ্ছি।”
একই গ্রামের কৃষক দীনেশ চন্দ্র রায় জানান, “আমি ৩ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। আশানুরূপ ফলন ও দাম পাচ্ছি। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ২০-২৫ হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, “ভুট্টা স্বল্প খরচে অধিক উৎপাদনকারী একটি লাভজনক ফসল। চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, গড় ফলন বিঘাপ্রতি ৩৭.৫ মণ। আমরা আশা করছি ফলন ও বাজারদর দুটোই ভালো থাকবে। এতে কৃষকেরা লাভবান হবেন এবং ভবিষ্যতে আরও উৎসাহ পাবেন।
Leave a Reply