মোঃ বিজয় চৌধুরী
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস—একটি দিন যা শুধুমাত্র ক্যালেন্ডারে একটি তারিখ নয়, বরং মমতার অবিরাম ধারা, নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক এবং জীবনের অনন্য আশ্রয় ‘মা’-কে স্মরণ ও সম্মান জানানোর মহাসময়।
জাতীয়ভাবে বাংলাদেশে আজ মা দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান আয়োজন করেছে। রাজধানী ঢাকায় আয়োজিত ‘মা উৎসব ২০২৫’-এ বক্তারা বলেন, “মায়ের অবদান শুধু সন্তানের জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রের গঠনে অনন্য।”
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আজ পৃথক বাণীতে মা দিবসে সকল মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, “মা হচ্ছেন আমাদের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় ও প্রথম ভালোবাসা। তাঁর অবদান কোনো দিন পরিমাপ করা সম্ভব নয়।” প্রধানমন্ত্রী বলেন, “মায়েরা আমাদের জাতির শক্তি ও মূল্যবোধের মূল ভিত্তি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারতসহ বিশ্বের প্রায় ৪৬টি দেশে আজ মা দিবস পালিত হচ্ছে। বিশ্বের নানা প্রান্তে সন্তানরা আজ তাঁদের মায়েদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন চিঠি, ফুল, উপহার এবং হৃদয়ের গভীরতম অনুভূতির মাধ্যমে।
এদিনে অনেক সন্তান যারা আজ মা-বিচ্ছিন্ন, তাঁরাও স্মরণ করছেন শূন্যতায় ভরা সেই মমতাময় মুখটিকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে “মায়ের কাছে একটি সংবাদ” শিরোনামে একাধিক ভিডিও ও বার্তা, যেখানে সন্তানেরা মায়ের কাছে তাঁদের জীবনের সাফল্য, ব্যর্থতা ও ভালোবাসা জানানোর চেষ্টা করছেন।
আমরা যারা মায়ের ছায়ায় এখনও নিরাপদ, তাঁদের প্রতি এই দিনটি একান্তভাবে একটি উপলব্ধির দিন—মায়ের মুখের হাসির জন্য একটু সময় দেওয়া, একটি আলিঙ্গন, অথবা শুধু বলা: “ভালোবাসি মা।”
মায়ের প্রতি আমাদের প্রতিদিনই দায়, তবে আজকের দিনটি আমাদের নতুন করে তা মনে করিয়ে দেয়।
Leave a Reply