মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়া আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম. মোসলেম উদ্দিন, সভাপতি জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ তাজিরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। খন্দকার এ কে এম আলী মুহসিন, যশোর কুষ্টিয়া আঞ্চলিক উপদেষ্টা জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। অধ্যাপক মাওলানা আবুল হাশেম, প্রধান উপদেষ্টা, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ, কুষ্টিয়া জেলা। আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের উপদেষ্টাগণ, অধ্যাপক ফরহাদ হোসাইন, সোহরাব উদ্দিন, খাইরুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর মুক্তিযোদ্ধা পরিষদের প্রধান উপদেষ্টা জনাব এনামুল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম. মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ কোন বিশেষ দল বা গোষ্ঠীর একার সম্পদ নয় এরা বাংলাদেশের জাতীয় সম্পদ। বিগত দিনগুলোতে আমরা দেখেছি রাজনৈতিক মত পার্থক্যের কারণে অনেক মুক্তিযোদ্ধাকেই হয়রানি, অবহেলা ও বৈষম্যের শিকার হতে হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ দল-মত নির্বিশেষে সকল প্রকৃত মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান বৈষম্যহীন বাংলাদেশ সকল মুক্তিযোদ্ধা তাদের প্রাপ্য সম্মান যেন পান সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ।এসময় বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ এখনও গঠিত হয়নি। স্বৈরচারিরা এখনো সক্রিয় ভূমিকা পালন করছে। আর যারা আমাদের বিপক্ষে যত বেশি বলতে পেরেছে, তারা তত বড় দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছে। তাই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সততা ও ন্যায়নিষ্ঠতার সাথে দেশের জন্য কাজ করতে হবে।
Leave a Reply