1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় ইবি থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ দুইজন আটক কুষ্টিয়ায় আরো একটি তাজা প্রাণ কেড়ে নিল ড্রাম ট্রাকের চাক্কায় ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরু মিয়ার (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নিখোঁজ সংবাদ! কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিষ্ফোরণ আহত ২নারী যশোরের সাবেক সাংসদের স্থাবর-অস্থাবর সম্পদ ও গাড়ি জব্দের আদেশ মহানগর দায়রা জজ আদালতের কুষ্টিয়া কুমারখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শেখ সাদি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নয় বছর বয়সে পুত্র সন্তান জন্ম দিয়ে রেকর্ড করেছেন বরিশাল বিভাগের ভোলা জেলার মাদ্রাসার সহকারী অধ্যাপক ভোলায় বাস ও সিএনজি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে রোগী ও সাধারণ মানুষ
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় ইবি থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ দুইজন আটক কুষ্টিয়ায় আরো একটি তাজা প্রাণ কেড়ে নিল ড্রাম ট্রাকের চাক্কায় ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরু মিয়ার (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নিখোঁজ সংবাদ! কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিষ্ফোরণ আহত ২নারী যশোরের সাবেক সাংসদের স্থাবর-অস্থাবর সম্পদ ও গাড়ি জব্দের আদেশ মহানগর দায়রা জজ আদালতের কুষ্টিয়া কুমারখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শেখ সাদি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নয় বছর বয়সে পুত্র সন্তান জন্ম দিয়ে রেকর্ড করেছেন বরিশাল বিভাগের ভোলা জেলার মাদ্রাসার সহকারী অধ্যাপক ভোলায় বাস ও সিএনজি চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে রোগী ও সাধারণ মানুষ

কেশবপুরে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিষ্ফোরণ আহত ২নারী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১ বার ভিউ

হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি

যশোরের কেশবপুরে যুবলীগ নেতা জামাল শেখের বাড়িতে মজুত করা ককটেল বিস্ফোরণে দুই নারী শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোলায় ধান তোলার সময় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়লের আশ্রয়ে লালিত জামাল শেখের নামে ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। চাঁদাবাজি, ভূমি দখল, বিরোধী দলের নেতাকর্মী, দৈনিক যুগান্তরের কেশবপুর প্রতিনিধি ও তার পরিবারের সদস্যদের ওপর ককটেল হামলা করে আহত করা এবং পুকুর থেকে মাছ লুটের মামলা রয়েছে তার নামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহিলা শ্রমিকরা জামাল শেখের পিতা গনি শেখের বাড়িতে কাজ করতে যান। গোলায় ধান তোলার জন্য সাহানারা বেগম (৪২) ধানের গোলার মধ্যে যান। গোলার দরজা দিয়ে ভিতরে গিয়ে একটি ব্যাগে ধানের কুড়োর মধ্যে কয়েকটি বস্তু দেখতে পান। তিনি ব্যাগ নিয়ে গোলার বাইরে দেওয়ার সময় ১টি ককটেল বিস্ফোরিত হয়। তিনি অন্যগুলো বাইরে ফেলে দেন। তার মুখমণ্ডলে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহত অপর নারী রুমা বেগম অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকাবাসী সেখানে যান। সেখানে উপস্থিত মিজানুর রহমান জানান, কিছু ককটেল জামালের পিতা গনি শেখ পুকুরের পানিতে ফেলে দেয় বলে তিনি শুনেছেন।
এদিকে জামাল শেখের বাড়িতে কেউ না থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

দ্রুত কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শফিকুল ইসলাম সেখানে পৌঁছান। তিনি বলেন, সেখান থেকে ককটেলের কিছু আলামত জব্দ করা হয়েছে। জামালের নামে ৮টি মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে খান শফিকুল ইসলাম জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com