মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় পুনাকের আয়োজনে মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (০৪ অক্টোবর ২০২৫) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত হলো পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের এককালীন মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার সভানেত্রী হোসনা লায়েল (সহধর্মিণী,পুলিশ সুপার, কুষ্টিয়া),যিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সনদপত্র তুলে দেন।পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন,পুলিশ সদস্যদের সন্তানরাই ভবিষ্যতে এই দেশের আলোকবর্তিকা। তাদের যোগ্যতা ও সাফল্য আমাদের গর্ব। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়,যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস ও আনন্দের ঝলক দেখা যায়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
Leave a Reply