স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
নৌবাহিনী সূত্রে জানা যায়, তারা গোপন তথ্যের ভিত্তিতে জানেন, সাগর পথে জোরপূর্বক মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটক রাখা হয়েছে। এরই প্রেক্ষিতে গত ১ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার রাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ২১ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী আরও বলেন, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার রোধসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
Leave a Reply