মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরেও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী এবং জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান প্রমুখ।
দিবসটি উপলক্ষে বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply