মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল বরগুনা
বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার ৯নং এম. বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের কয়েকশ’মানুষ পায়রা নদী রক্ষা এবং পায়রার ভাঙ্গন থেকে বাঁচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৯সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশ বরগুনা শাখা এবং ছোট বালিয়াতলী গ্রামবাসী যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন পায়রা নদীর মোহনায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কারণে প্রতিনিয়ত কয়লা মিশ্রিত গরম জল নিঃসরণ এবং নদী দূষণের ফলে নদীর ইলিশ মাছ কমে গেছে। এ বছরে জেলেরা পায়রা নদী থেকে তেমন ইলিশ মাছ আহরণ করতে পারেনি। যার ফলে জেলে জনগোষ্ঠীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। অপরদিকে বরগুনার ছোট বালিয়াতলী গ্রাম বেরিবাঁধ ভেঙে যাওয়ার কারণে যে কোন জোয়ারে প্লাবিত হয়ে জানমালের ক্ষয়ক্ষতি সহ মানুষের কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে ওই এলাকার কয়েকটি গ্রাম নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন বরগুনা পানি উন্নয়ন বোর্ডের এসডিই শওকত ইকবাল মেহরাজ, ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ইউপি সদস্য ইমদাদুল হক মিলন প্রমুখ।
Leave a Reply