মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর বাস স্ট্যান্ড জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিয়া কলেজ গেটের সামনে এসে সমাপ্ত হয়। এখানে এক সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ ফারুকী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমিরঅধ্যাপক মোঃ সিরাজুল হক। এছাড়া বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম,সহ সেক্রেটারি মহম্মদ ইব্রাহিম খলিল,জেলা কমিটির সদস্য আলহাজ্ব মুন্সী মোহাম্মদ মইনুল হক,মাওলানা আব্দুল কাদের,মুফতি মাওলানা সাকিবুর রহমান বেলালী,যুব মজলিস সভাপতি হাফেজ শরিফুল ইসলাম।এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন যে, ইসলামী দলগুলির ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন, প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ,আওয়ামী দোশরর্দের বিচার,লেভেল প্লেয়িং নির্বাচন, সকল প্রকার ইসলামবিরোধী তৎপরতা বন্ধ করতে হবে। বাংলার মুসলমান এখনো জেগে আছে তারা ঘুমিয়ে পড়ে নাই। সরকার যা খুশি তাই করতে পারে না।
আমাদের কথা না শোনেন তাহলে ২০১৩ সালের মত আমরা আবার ঝাঁপিয়ে পড়ব। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হলো।
Leave a Reply