মোঃ মনিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া।
আজ ১৮,০৮,২০২৫ ইং তারিখে কুষ্টিয়া কুমারখালীতে ভ্যান চালক কিশোরের মরাদেহ উদ্ধার করেছেন কুমারখালী থানা পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধের পাশে ফসলী জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর কুমারখালী পৌরসভার এলঙ্গীপাড়া গ্রামের ৩ নং ওয়ার্ডের ইউনুস আলীর ছেলে হৃদয় হোসেন বয়স (১৫)
হাসিমপুরের এলাকাবাসী জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে গ্রাম পুলিশকে খবর দিলে পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ সুত্রে জানা যায় , মরদেহ উদ্ধারের পর এএসআই এখলাস, এস আই সোহাগ শিকদার সহ কয়েকজন পুলিশ অফিসার নির্ভরযোগ্য সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বাটিকামারা গ্রামের রাকিব, জীবন, জিহাদ ও মাহফুজ নামের ৪ জনকে আটক করেন।
রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী তার বন্ধু কাঁঠালডাঙ্গি গ্রামের সানির বাড়ি থেকে ভ্যান উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মো. আমিরুল ইসলাম জানান, গ্রামপুলিশের মাধ্যমে
সংবাদ পেয়ে হাসিমপুর চরের ফসলী জমির মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক ও ভ্যান উদ্ধার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
Leave a Reply