ভোলা প্রতিনিধি,,
ভোলা সদর উপজেলার ১১নং ভেদুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি (বিজেপি)-এর আহ্বায়ক কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট)।
সমাবেশে বক্তৃতাকালে আলহাজ্ব জামাল উদ্দিন বলেন,
> “ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা মন খুলে কথা বলতে পারিনি। সত্য বললেই মামলা ও হামলার শিকার হতে হয়েছে। এখন সময় এসেছে সত্য বলার এবং সত্যিকারের নেতা বেছে নেওয়ার। সংসদে সাহসের সঙ্গে কথা বলতে পারেন মরহুম নাজিউর রহমান মঞ্জু সাহেবের উত্তরসূরী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই। তাই ভোলাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ‘গরুর গাড়ি’ মার্কায় ভোট দিয়ে আমাদের নেতাকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও রাজনৈতিক সচেতনতা গড়ে তুলে দলকে শক্তিশালী করতে হবে।
এ সময় সমাবেশে মূল দলের নেতা-কর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply