মেহেদী হাসান হৃদয়,,
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে চরফ্যাশন প্রেসক্লাব।
রবিবার সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও হুমকি।
প্রেসক্লাবের সম্পাদক শহিদুল ইসলাম বলেন,
> “এই হত্যাকাণ্ড সাংবাদিকদের কণ্ঠরোধের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”
সহসভাপতি ও আমার দেশ প্রতিনিধি লোকমান হোসেন বলেন,
> “রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যকে দমন করা এবং স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।”
চরফ্যাশন দুলারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন,
> “আমরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কথা প্রতিনিধি নজরুল কবির, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দি ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি এআর সোহেব চৌধুরী, যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠ, বরিশাল বার্তা প্রতিনিধি কামরুল সিকদার, এশিয়ান টিভির দুলারহাট প্রতিনিধি মেহেদী হান্নান, মানবতার কণ্ঠ প্রতিনিধি শাহ কামাল, তারুণ্য টিভি প্রতিনিধি তছলিম আখন্দ, সাংবাদিক শফিউল্লাহ শফি, মুকিত (ফ্রিল্যান্স সাংবাদিক), বাণিজ্য প্রতিদিন প্রতিনিধি জুলকার নাঈম, নিরপেক্ষ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি মো. ফুয়াদসহ আরও অনেকে।
Leave a Reply