✍️ অনুসন্ধানী প্রতিবেদন | বাহাদুর চৌধুরী
📍 বোরহানউদ্দিন, ভোলা
২০১৮ সালে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নিজস্ব বাউন্ডারি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় সরকারি অর্থায়নে। উদ্দেশ্য ছিল পরিষদের সৌন্দর্য বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য প্রস্তুতি। কিন্তু দীর্ঘ ছয় বছরেও সেই কাজ সম্পূর্ণ হয়নি। বরং আজ তা দাঁড়িয়ে আছে এক নির্মম দুর্নীতি, অবহেলা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার করুণ নিদর্শন হয়ে।
উপজেলা পরিষদের এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব পান বহুল আলোচিত ঠিকাদার মফিজ। কাজ শুরুর পরপরই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কিছু নির্মাণ কাজ শুরু করেন তিনি। এরপর এক পর্যায়ে প্রকল্পের কাজ ফেলে গা ঢাকা দেন। সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণ কাঠামো ভেঙে পড়তে শুরু করে, আর এলাকাবাসীর হতাশা বাড়তে থাকে।
অধিকন্তু, এই প্রকল্পে শ্রম দেওয়া শতাধিক শ্রমিক আজও তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি। দিনের পর দিন ঘুরেও তারা বঞ্চিত হয়েছেন ন্যায্য পাওনা থেকে। মফিজ নিরুদ্দেশ, আর উপজেলা প্রশাসন যেন চোখ বেঁধে বসে রয়েছে—এ যেন চরম দায়িত্বহীনতার দৃষ্টান্ত।
উল্লেখযোগ্য বিষয় হলো, এটি কোনো সামান্য সড়ক নির্মাণ নয়—এটি উপজেলা পরিষদের নিজস্ব উন্নয়ন প্রকল্প। এর মান নিয়ন্ত্রণ, আর্থিক ব্যয় এবং সার্বিক তদারকির দায়ভার সরাসরি উপজেলা প্রশাসনের ওপর বর্তায়। অথচ দীর্ঘ ছয় বছরে একবারও প্রকৃত তদন্ত কিংবা সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়নি।
এই নিরবতা কেবল মফিজকেই নয়, এমন অসংখ্য দুর্নীতিবাজ ঠিকাদারকে উৎসাহ জোগায়—যারা “উন্নয়ন” শব্দটিকে পরিণত করেছে মুনাফার হাতিয়ার হিসেবে।
আমাদের দাবি, জনগণের পক্ষ থেকে:
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন জোর দাবি জানাচ্ছে—
1. মফিজের লাইসেন্স বাতিল করে তাকে কালো তালিকাভুক্ত করা হোক।
2. জেলা প্রশাসনের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক।
3. শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক অবিলম্বে পরিশোধ করা হোক।
4. দায়িত্বহীন কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
5. ভবিষ্যতের সব উন্নয়ন প্রকল্পে তৃতীয় পক্ষ নিরপেক্ষ অডিট বাধ্যতামূলক করা হোক।
উন্নয়ন মানে শুধুমাত্র ইট-বালুর গাঁথুনি নয়—এটি জনগণের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যৎ। সে উন্নয়ন যদি দুর্নীতির কবলে পড়ে, তাহলে তা রাষ্ট্রের ভিত্তিকে নষ্ট করে দেয়।
একজন মফিজ যেন আর জন্ম না নেয়—সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে আজই।
📞 আপনার এলাকায় এমন দুর্নীতির ঘটনা ঘটলে যোগাযোগ করুন আমাদের হটলাইনে:
01323002377
📰 ‘দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ’ — দুর্নীতির বিরুদ্ধে জনতার কণ্ঠস্বর।
Leave a Reply