
হাসান হৃদয়
লালমোহন
লালমোহনে ১১দিনের মাথায় বিলের কাগজ নিয়ে গেলে জনতার তোপের মুখে পল্লী বিদ্যুতের মিটার রিডার। শুক্রবার ২৭ জুন উপজেলার, সদর ইউনিয়নের, ১নং ওয়ার্ড মক্তব বাজার এলাকায় ঘটে এই ঘটনা।
জনতার তোপের মুখে পড়া মিটার রিডার মাহাবুব কে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লালমোহন থানায় নিয়ে আসে। ঐই এলাকার বাসিন্দা মোঃ বিল্লাল হোসেন জানান এই এলাকার পল্লী বিদ্যুৎ বিল গত মে মাসের ৩১ তারিখে পরিশোধ করা হয়েছে। ওই বিল পরিশোধের শেষ তারিখ ছিল ১৯ জুন সকল গ্রাহক ১৯ জুন ওই বিল পরিশোধ করে।
কিন্তু জুন মাসের আরো একটি বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসে মিটার রিডার সেখানে বিল দেওয়ার শেষ তারিখ দেয় ৩০জুন। ১১দিনের মাথায় নতুন বিলের কাগজ কিভাবে আসে জানতে চেয়ে বিলের কাগজ দিতে যাওয়া স্টাফ কে অবরুদ্ধ করে জনতা।
পুলিশ সেখান থেকে রিডার মাহাবুব কে থানায় আনে। এই ঘটনায় পল্লী বিদ্যুতের ডিজিএম মাহমুদুল হাসান বলেন গত মাসে স্টাফরা ঢাকায় আন্দোলনে ছিলো, যার কারনে ঠিক মতো বিল করা সম্ভব হয়নি,,তখন কার বিল সমম্বয় করে এভাবে বিল করতে হয়েছে।
Leave a Reply