
বাহাদুর চৌধুরী :
ভোলা জেলার রূপকার, হাজার হাজার ইসলামিয়া ইফতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা-ভোলা জেলা রক্ষার্থে সকল বেরিবাদ তৈয়ারী করার মহানায়ক দল-মত নির্বিশেষে সকলের শ্রদ্ধাভাজন মরহুম নাজিউর রহমান মঞ্জুর পরিবারের আস্থাভাজন, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি (বি.জে.পি)-এর ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন চকেট আজ ভোলার রাজনীতিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নাম। তিনি শুধু একজন জনপ্রিয় নেতা নন, বরং বি,জে,পি আন্দালি রহমান পার্থ সাহেবের দলের একজন মানবসেবী, কৃষক-শ্রমিকবান্ধব এবং সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক।
সরজমিনে অনুসন্ধানে জানা গেছে ভোলা সদর থানার ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব জামাল উদ্দিন এই গুণী ব্যক্তি বরাবরই ভোলা সদর, দৌলতখান উপজেলা ও মদনপুর ইউনিয়ন এর অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। কৃষক-শ্রমিকের মঙ্গল ও অধিকার রক্ষায় তিনি আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির জেলা কমিটির কার্যক্রম আজ এক নতুন গতি ও দিশা পেয়েছে। সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম চলছে সুশৃঙ্খলভাবে এবং জনপ্রতিনিধিত্বশীল মানসিকতা নিয়ে।
স্থানীয় জনগণ বলেন, “আলহাজ্ব জামাল উদ্দিন চকেট আমাদের চোঁখের মনি। তিনি সব সময় দুঃসময়ে পাশে থাকেন, আর আমাদের অধিকার আদায়ে এগিয়ে আসেন।”
তরুণ সমাজ, কৃষক, শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার নেতৃত্বে আস্থা রাখছেন এবং আগামীর ভোলাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে তার ভূমিকার প্রশংসা করছেন সর্বত্র।
Leave a Reply