মোঃ বিজয় চৌধুরী
সাতক্ষীরায় ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ) জেলা শাখার উদ্যোগে সারাদেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও শিশুশ্রম প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়।
স্মারকলিপিতে এনবিএ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমানে দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও শিশুশ্রম যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে এমন হৃদয়বিদারক খবর প্রকাশিত হচ্ছে, যা আমাদের সমাজের মানবিক অবক্ষয়েরই একটি নগ্ন চিত্র তুলে ধরে। এসব অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় অপরাধীরা হয়ে উঠছে আরও বেপরোয়া, আর শিশুরা হারাচ্ছে তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ।
স্মারকলিপিতে আরও বলা হয়, শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে হলে এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধি। ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। শিশু শ্রম বন্ধে নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
এনবিএ-এর নেতারা মনে করেন, একটি জাতির ভবিষ্যৎ তার শিশুদের ওপর নির্ভর করে। সেই ভবিষ্যৎ যদি শুরুতেই অনিশ্চয়তা, নির্যাতন আর অমানবিকতার শিকার হয়, তাহলে জাতি উন্নয়নের পথে এগোতে পারবে না। তাই শিশুদের জন্য একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও মানবিক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
এ সময় এনবিএ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে দেশের প্রতিটি শিশু সুরক্ষিত থাকে এবং প্রতিটি অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।
Leave a Reply