স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা বাজার শাখা থেকে এই জাল টাকা দেওয়ার অভিযোগ করেন এক দরিদ্র কৃষক।
সোমবার (২৬ মে) ভুক্তভোগী কৃষক অভিযোগ করে বলেন, আমি জনতা বাজার কৃষি ব্যাংকে ৫টি একহাজার টাকার নোট আমার ঋণের কিস্তি পরিশোধের জন্য জমা দিয়েছি। টাকা গ্রহণের কিছুক্ষণ পর ব্যাংক কর্মকর্তা বলেন আপনার একটি নোট জাল। এর পর টাকাগুলো আরো একজন কর্মকর্তা দেখে বলে আপনার ৫টি একহাজার টাকার নোটই জাল। নতুন ৫টি একহাজার টাকার নোট লাল কলম দিয়ে কেটে আমাকে দিয়ে বলে এই নেন আপনার টাকা, পুলিশ না ডাকতে দ্রুত বাড়ি চলে যান।
ভুক্তভোগী অসহায় কৃষক আরো বলেন, আল্লাহর কসম স্যার, যে টাকা আমি ব্যাংকে জমা দিয়েছি এগুলো সেই টাকা না। আমার টাকা এতো নতুন ছিলো না। আমার সেই টাকার সাথে আরো দুইটি একহাজার টাকার নোট (ছবিতে দেখানো হয়েছে) আমার নিকট আছে দেখুন। আমার ভালো টাকাগুলো ওরা রেখে আমাকে জাল টাকা ধরিয়ে দিয়েছে। আল্লাহ ওদের বিচার করুক।
এ বিষয়ে ব্যাংক ম্যানেজার বলেন, টাকাগুলো আমিও দেখেছি, সবগুলো টাকাই জাল। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে ম্যানেজার বলেন, বর্তমানে ক্যামেরা নষ্ট আছে।
Leave a Reply