বোচাগঞ্জ/দিনাজপুর প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়েও শীর্ষে উঠে এসেছেন তিনি। সোহানার এ সাফল্যে বিদ্যালয় ও এলাকায় বইছে আনন্দের জোয়ার।
এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সোহানা বলেন, সৃষ্টিকর্তা, পরিবার ও শিক্ষকদের সহযোগিতায় এই সাফল্য এসেছে, সামনে আরও বড় কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার বাবা মো. সাইফুল ইসলাম মেয়ের এই সাফল্যে গর্বিত ও আবেগাপ্লুত।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক সোহানার কৃতিত্বকে উপজেলায় শিক্ষা অঙ্গনের গর্ব হিসেবে অভিহিত করেছেন।
Leave a Reply