মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া, ২৫ মে ২০২৫:
জাতীয় কবি, বিদ্রোহী চেতনার অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে আজ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টায় শুরু হওয়া এই আয়োজনের মধ্য দিয়ে কবির সাহিত্য, সংগীত এবং বিপ্লবী চেতনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, কুষ্টিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী জনগণ এবং নজরুল অনুরাগীরা।
আলোচনা পর্বে বক্তারা নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজ সচেতনতামূলক অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুল ছিলেন মানবতার কবি, সাম্য, মুক্তি ও বিদ্রোহের প্রতীক। জাতি যখন দিশেহারা, তখন নজরুল তাঁর লেখনী দিয়ে জাতিকে আলোর পথ দেখিয়েছেন। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে নজরুলের বিভিন্ন কবিতা ও গান পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। দর্শকদের ব্যাপক অংশগ্রহণ ও প্রশংসায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
পরিশেষে নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজ হাতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
এই আয়োজনে কুষ্টিয়ার সংস্কৃতি মঞ্চ আরও একবার প্রমাণ করল যে, নজরুল শুধু একটি নাম নয়, একটি চেতনা; যেটি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যেতে হবে। জাতীয় কবির আদর্শ ও সাহিত্যকর্মকে ধরে রাখার এই প্রচেষ্টা সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং নজরুল চর্চাকে আরও গভীর ও প্রসারিত করেছে।
Leave a Reply