মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
কানন নামে এক গৃহবধূ মারধর করার অভিযোগ উঠেছে।
ঘটনার সূত্রই জানা যায় ।
মোস্তাফিজ মিয়ার পুকুর পারে কানন বেগমের পোষা প্রাণী ছাগল গিয়ে গাছের চাড়া খেয়ে পেলেন। কানন বেগম ছাগল আনতে গেলে মোস্তাফিজ মিয়া তাকে লাঠি দিয়ে শরিলে দুইটি বাড়ি দেন। তজুমদ্দিন থানায় গিয়ে অভিযোগ করলে তজুমদ্দিন থানার এই আই মাসুদ রানা ঘটনাস্থলে এসে তদন্ত করে যান।
পুলিশ তদন্ত করে যাওয়ার পরে গৃহবধূ কানন কে মেরে ফেলার হুমকি ও তার ছাগল খেয়ে ফেলার হুমকি দেন মোস্তাফিজ মিয়ার দুই ছেলে আফজাল ও আলামিন । কে আফজাল কি করেন আফজাল ও আলামিন এলাকায়।
Leave a Reply