আতিকুর রহমান, মানবাধিকার চেয়ারম্যান।
সাদা পোল এলাকায় খাল ও রাস্তার জায়গা উদ্ধার, আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ভোলা জেলার লালমোহন উপজেলার সাহসী ও সৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহ আজিজ আজ দুপুরে সাদা পোল এলাকায় অবৈধভাবে দখল করা খালের জমি ও রাস্তার সরকারি জায়গা দখলমুক্ত আইনগত ব্যবস্থা নেন।
ইউ শাহ আজিজ দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এর- এক প্রশ্নের জবাবে বলেন:
“লালমোহন উপজেলায় সরকারের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না। কেউ জবরদখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, কোনো প্রভাবশালী কিংবা দলের নাম ভাঙিয়ে কেউ যদি সরকারি জমি দখলের চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও একইভাবে আইন প্রয়োগ করা হবে।
বিগত কয়েক বছর ধরে ভোলা জেলার প্রধান সড়কের দুই পাশে থাকা সরকারি খাস জমিগুলি ধীরে ধীরে বিভিন্ন প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে — এই বাস্তবতা সামনে রেখে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ইউএনও’র কাছে স্মারকলিপি ও সরাসরি অনুরোধ জানানো হয় জমিগুলো উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য।
এই প্রেক্ষাপটে আজকের এই আইনগত ব্যবস্থায় “প্রশংসনীয় পদক্ষেপ” হিসেবে দেখছেন সচেতন মহল।
উক্ত সময় উপস্থিত ছিলেন:
ভূমি অফিসার শহিদুল ইসলাম
মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাহাদুর চৌধুরী
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী
তাঁরা সবাই ইউএনও’র এ পদক্ষেপকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও যেন এ ধরনের আইনগত ব্যবস্থা অব্যাহত থাকে সে আহ্বান জানান।
Leave a Reply