মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া হাসপাতালে ঠাঁই না হওয়ায় জঙ্গলেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি।
শনিবার রাত ৯টার দিকে হাসপাতালের ভেতর জঙ্গলে এ ঘটনা ঘটে। অর্ধেক বের হয়ে যাওয়া সন্তানকে প্রসব করা সম্ভব নয় বলে পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে রেফার করা হয়।
পটিয়া হাসপাতালের দ্বিতীয় তলার লেবার ওয়ার্ড থেকে নিচে নামতেই প্রসব বেদনা জোরালো হলে প্রস্তুতি লোকজনের সামনে থেকে জঙ্গলে গিয়ে অবস্থান নেয়। সেখানেই তিনি কন্যা সন্তনের জন্ম দেন। পরে সন্তানসহ তাকে হাসপাতালের লেবার ওয়ার্ডে নেওয়া হয়।
প্রসূতির স্বামী মোঃ ইলিয়াছ বলেন, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে স্ত্রীকে নিয়ে সন্ধ্যা ৭টার পটিয়া হাসপাতালে যান। সেখানকার লেবার ওয়ার্ডে সন্তান অর্ধেক বের হওয়ার পর নার্স তাকে ডেলিভারি করাতে অপারগতা প্রকাশ করেন। বলা হয়-বাচ্চার পজিশন উলটো। তারা কোনো চিকিৎসা না দিয়ে তাড়াহুড়ো করে ছাড়পত্র দিয়ে ২য় তলা থেকে নিচে নামিয়ে দেন। নিচে নামানোর পরপরই হাসপাতালের পশ্চিম পাশে জঙ্গলে তার স্ত্রী অবস্থান নেয় এবং সেখানে সন্তানের জন্ম হয়।
হাসপাতালের নার্স অনামিকা জানান, চমেক হাসপাতালের নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে করতেই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে।
জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার মিন্টু দে জানান, নার্স বলেছেন তাই তিনি রেফার করে দিয়েছেন।
দায়িত্বে অবহেলার অভিযোগে নার্সদের আইনের আওতায় আনার দাবি জানান তার পরিবার।
স্থানীয়রা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান।
Leave a Reply