সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার ৯ নং সুটিয়াকাঠি ইউনিয়নের শান্তিহার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম লিটু। এ সময় আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন সজিব সহ নেছারাবাদ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ।
শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে আতিকুল ইসলাম লিটু সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এ দেশের সকল মানুষ সমান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান ধর্ম ভিন্ন হলেও সৃষ্টিকর্তার কৃপায় আমরা সবাই একই মাটির তৈরি এবং মানুষ হিসেবে আমরা সবাই ভাই বোন। এই ভ্রাতিত্ববোধ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এই ভ্রাতিত্ববোধ সকলের বজায় রাখতে হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ধর্মীয় আনুষ্ঠানিকতায় ও আচরণে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
Leave a Reply