মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা শাখার আংশিক অনুমোদন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার দুপুর ১২টায় যশোরের কারবালা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মতিয়ার রহমান,সভাপতি, খুলনা বিভাগীয় প্রেসক্লাব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পারভেজ মাজমাদার,যিনি বর্তমানে কুষ্টিয়া জেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক;সঞ্চালনা করেন হামিদুজ্জামান জলিল,সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা। এছাড়া উপস্থিত ছিলেন সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা।
এ সময় জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়—
চুয়াডাঙ্গা জেলা শাখা: সভাপতি – এস এম রেদওয়ান, সাধারণ সম্পাদক – মিসেস সুমি খাতুন।
মাগুরা জেলা শাখা: সভাপতি – জাফর আলী, সাধারণ সম্পাদক – বিশ্বজিৎ বসু।
সাতক্ষীরা জেলা শাখা: সভাপতি – সাগর হোসেন, সাধারণ সম্পাদক – জালামিন হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সোহরাব হোসেন, সভাপতি যশোর সদর উপজেলা শাখা, এবং অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান,এই আংশিক অনুমোদনের মাধ্যমে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধ হবে।
Leave a Reply