মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলায় উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের কানাইবাড়ী একতা যুব সংঘের উদ্যোগে কানাইবাড়ী মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্যসচিব মো. ইকবাল টারজান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক খেলাধুলাপ্রেমী দর্শক অংশ নেন।
Leave a Reply