মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জুলাই শহীদ স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বিরল উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত খেলায় বিরল উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলের ব্যবধানে হাকিমপুর (হিলি) উপজেলা দলকে পরাজিত করে।
খেলা শুরুর আগে উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান।
এসময় আরও উপস্থিত ছিলেন—
বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী ও সহসভাপতি ইস্কান্দার হাসান
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মঞ্জুর আলী মহবুর, রাজ্জাক হায়দার, আরিফ হোসেন, মিজানুর রহমান ও আতিউর রহমান
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব ফরহাদ হোসেন
দলীয় কোচ আহসান হাবিব আপেলসহ স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ
খেলার মাঠে স্থানীয় সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply