ভোলা জেলা প্রতিনিধি:
রসুলপুর ৮ নং ওয়ার্ডের নার্গিস বেগম (২৩) তার স্বামীর নির্যাতন ও মিথ্যা অপবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্বামী মো. আকতার (৩৪), চর মাইনকা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, আকতার হোসেন নিয়মিতভাবে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তিনি স্ত্রীকে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন সময় অপমান করেন। অভিযোগ রয়েছে, আকতার স্ত্রীকে জোরপূর্বক অন্য পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতে বাধ্য করতেন। এসময় এক কান নারকিসের কানে এবং আরেক কান নিজের কানে হেডফোন দিয়ে কথোপকথন শুনতেন তিনি।
এমন পরিস্থিতি বুঝতে পেরে নারকিস প্রতিবাদ করলে গত ৬ আগস্ট তাকে মারধর করা হয়। পরে ওই ঘটনার ভিডিও ও অডিও রেকর্ড করে আকতার নারকিসকে পরকীয়ার অপবাদ ছড়াতে থাকেন।
এ বিষয়ে নারকিসের পরিবার জানায়, এর আগে আকতার হোসেন নিজেই পরকীয়ার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং সে ঘটনায় স্থানীয়ভাবে বিচারও হয়। এবং ওই বিচারে আকতার হোসেনের দোষ থাকায় বিচারক আক্তার হোসেনকে দুটি সাব্যস্ত করে বিচার স্বরূপ তাকে চার-পাঁচটা থাপ্পর দেয়া হয়, উক্ত অপমান সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে এখন ওই বিচারকের সাথে প্রেমের অপবাধে উল্টো স্ত্রীকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় গেলে তাদের জানানো হয়, “বসে সমাধান করে দেওয়া হবে।” কিন্তু দীর্ঘসূত্রতায় সমাধান না হওয়ায় পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন নারকিস ও তার পরিবার।
আদালতে মামলা করার কারণে তার স্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে আকতার হোসেন ও তার পরিবার। হত্যার ভয়ে বর্তমানে নার্গিস বেগম বাড়ি বাড়ি পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে উক্ত খবর ছরিয়ে পরলে বিভিন্ন মানবাধিকার সংস্থা গুলি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দ্রুত ন্যায়বিচার দাবি করেছেন।
Leave a Reply