মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল নিজস্ব প্রতিবেদক কুয়াকাটা পটুয়াখালী
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর ফলে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় গত চারদিন ধরে থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও আবার মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এদিকে সাপ্তাহিক ছুটিতে বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকের ভিড় বেড়েছে কুয়াকাটা সৈকতে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে দেখা যায়, বড় বড় ঢেউয়ে মেতে গোসলে ব্যস্ত নানা বয়সী পর্যটকরা। কেউ বেঞ্চে বসে সমুদ্রের উত্তাল ঢেউ উপভোগ করছেন, কেউ ঘোড়ায় চড়ে বা মোটরসাইকেলে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত, বিপাকে পড়েছেন কৃষকরা। বর্ষাকালীন সবজি চাষেও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। মৎস্যবন্দরে অলস সময় পার করছেন জেলেরা।
জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। কুয়াকাটায় আগত পর্যটকদেরও সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply