
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিপন (২৪) নামে এক যুবক নিহত ও তুফা নামে আরেক জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের নওদা কল্যাণপুর মসজিদের পাশে।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত রিপন মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা কল্যাণপুর গ্রামের মুংলার ছেলে।
সন্ধ্যার সময় রিপন ও তুফা মোটরসাইকেল জোগে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন,এসময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে পড়ে যান।
রিপন ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। এবং তার সঙ্গে থাকা মতির ছেলে তুফা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত তুফাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে,দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে ।
স্থানীয় এলাকায় রিপনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply