
রাজিব হাসান রাজুর প্রতিবেদনে
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা দিয়েছে চরফ্যাশনের সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন উপজেলা শহরে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে নয়নকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন,
, আমরা হিংসা-প্রতিহিংসার রাজনীতি করি না। দল আমাকে নমিনেশন দিয়েছে—আমি সব দলের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কেউই আমার কাছে অসুরক্ষিত থাকবে না।”
তিনি আরও বলেন, বর্তমান সরকারের দুঃশাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি জনগণের দল, জনগণের অধিকার পুনরুদ্ধারে রাজপথে লড়াই চালিয়ে যাবে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply