
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযান চলাকালে শহরের প্রধান সড়ক, হাসপাতাল মোড়, থানা মোড়সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে দোকানপাট,অস্থায়ী স্থাপনা ও মালামাল রেখে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফুটপাতের ওপর রাখা পণ্য অপসারণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান,পথচারীদের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে এই অভিযান চালানো হয়েছে। নিয়মিত এই অভিযান চলবে। ফুটপাত দখল করে কেউ ব্যবসা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের ভোগান্তি বাড়ছিল। অভিযান পরিচালনার ফলে শহরের সড়ক ও ফুটপাত কিছুটা স্বস্তিদায়ক হয়ে উঠেছে। স্থানীয় সচেতন নাগরিকরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে শহর শৃঙ্খলায় ফিরে আসবে।
Leave a Reply