
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার(২২অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল।
সাধারন সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জব্বার সুজন,সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন, কোষাধ্যক্ষ আকরামুজ্জামান আরিফ,দপ্তর সম্পাদক মোঃ আমিন হাসান,নির্বাহী সদস্য মোঃ আব্দুল কুদ্দুস।
সভায় অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও এক বছরের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। সভায় সাধারন সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম বলেন,কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র মেনেই সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং ভবিষ্যতে গঠনতন্ত্র মেনেই সকল কার্যক্রম পরিচালিত হবে।
এই সংগঠন কোন ব্যক্তি বা গোষ্ঠীর লেজুড়বৃত্তি করবে না। এ সংগঠনের প্রত্যেক সদস্যের ন্যায্যতার ভিত্তিতে স্বার্থ পূরণে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply