
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন মহোদয়ের সাথে দৌলতপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন দৌলতপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের আন্তরিকতার কথা উল্লেখ করেন। এসময় বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তা সমাধানের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন এবং ধাপে ধাপে সমাধানের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজনৈতিক ব্যক্তিত্ব,বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply