
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে সারের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার যদুবয়রার জয়বাংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় কৃষকদের অভিযোগ ছিল, হাজী গাফফারের মালিকানাধীন নেক্সাস এন্টারপ্রাইজ নামের দোকানটি সরকারি নির্ধারিত মূল্যে সার না দিয়ে কৃষকদের হয়রানি করছিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত কৃষকদের মধ্যে সরকারি দামে সার বিক্রির ব্যবস্থা করে দেয়। একই সঙ্গে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) ঘ ও ঠ ধারা অনুযায়ী দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান,মাঠ কর্মকর্তা (আউট সোর্সিং) মো. রাসেল আলী এবং পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন,কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় দোকানদারকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১২ ধারার আলোকে গুদামজাতকৃত সার সরকারি নির্ধারিত দামে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান,অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দোকানদারকে জরিমানা করা হয়েছে এবং সার কৃষকদের মধ্যে সরকারি দামে বিক্রি করা হয়েছে। কৃষকদের হয়রানি বা অতিরিক্ত দামে সার বিক্রি করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
Leave a Reply