
মোঃ মনিরুল ইসলাম সদর উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া।
কুষ্টিয়া, ৩১,০৮,২০২৫ইং
কুষ্টিয়া জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আজ জেলা প্রশাসন, কুষ্টিয়ায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে পরিচিত হন। তিনি তার বক্তব্যে জেলা প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি আপনারা সকলেই সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা সহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ শাখাগুলো পরিদর্শন করেন। তিনি প্রতিটি শাখার কাজের প্রক্রিয়া সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি কার্যালয়ে আগত বেশ কয়েকজন সেবাগ্রহীতার সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে সরাসরি সেবার মান সম্পর্কে জানতে চান। সেবাগ্রহীতারা জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক আরেফীন আরও বলেন, “আমি চাই জেলা প্রশাসন হবে একটি জনবান্ধব প্রতিষ্ঠান। এখানে এসে কেউ যেন হয়রানির শিকার না হন। আপনাদের সকলের সহযোগিতায় কুষ্টিয়াকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে কুষ্টিয়ার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply