
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ব্যাটারিঘাট এলাকায় মো. সাব্বির (২০) হত্যার ঘটনায় মূল আসামি রাব্বি (২০) গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পেছনে প্রেমঘটিত দ্বন্দ্ব ছিল মূল কারণ।
পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ড ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে। সাব্বিরের অর্ধগলিত লাশ একটি ডাস্টবিনের পাশে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, রাব্বি এবং সাব্বির দুইজনই ময়লাকর্মী। তারা ময়লার ডিপোর ভিতরেই ঘুমাতো। রাব্বি ও সাব্বিরের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় এক মেয়েকে কেন্দ্র করে। কিছু মাস আগে এক মেয়েকে রাব্বি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রত্যাখ্যাত হন। পরে সাব্বির একই মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিলে মেয়েটি তাকে মেনে নেন। এ ঘটনার কারণে রাব্বি ও সাব্বিরের মধ্যে শত্রুতা তৈরি হয়।
ওসি জানান, হত্যাকাণ্ডের দিন রাতে রাব্বি জানতো সাব্বির ময়লার ডিপোতে ঘুমায়। সেই সুযোগে সে রশি দিয়ে সাব্বিরকে হত্যা করে এবং লাশ ময়লার স্তূপে ফেলে রাখে।
পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়। রাব্বি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
টিকটক করতে স্বামীর নিষেধ, এরপর যা ঘটল
ওসি আমিরুল ইসলাম জানান, প্রেমঘটিত দ্বন্দ্ব থেকে শুরু হওয়া শত্রুতার শেষ পরিণতি হলো এই হত্যাকাণ্ড। দ্রুত গ্রেপ্তার মাধ্যমে পুলিশ মামলার রহস্য উদঘাটন করেছে।
Leave a Reply