
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
কিশোরগঞ্জের কটিয়াদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয় তরুণ-তরুণীকে আটক করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের হোটেল রিলাক্সে অভিযান পরিচালনা চালিয়ে তিন তরুণকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ৩ তরুণীকে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ও সাজাপ্রাপ্তরা হলেন, হোটেল রিলাক্স- এর রাঁধুনি মো. শফিকুল ইসলাম (২৫), মো. হোসেন (১৯) ও পাপন সূত্রধর (১৯)।
এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা শফিকুল ইসলামকে তিন মাস এবং হোসেন ও পাপনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এসব হোটেলগুলোর ভিতরে ছোট ছোট কক্ষ রয়েছে। এ যেন অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। বেশিরভাগ হোটেল দিয়ে চলছে এসব ব্যবসা। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীরা। এছাড়া পরকীয়া প্রেমিক-প্রেমিকারাও সহজেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম বলেন, অনৈতিক কর্মকাণ্ড হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকায় ৬ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। তবে অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন। পরে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply