
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
শয়তানের নিঃশ্বাসে ব্যবসায়ীর দোকান থেকে টাকা লুট
মোল্লাহাটে অদ্ভুত কায়দায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তবে সাধারণ ছিনতাইয়ের মতো নয়, বরং টাকার সাথে অজ্ঞান করার মতো বিশেষ এক ধরনের ওষুধ ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়। এলাকাবাসী এটিকে “শয়তানের নিঃশ্বাস” নামে অভিহিত করছে।
সোমবার (১৮আগষ্ট) উপজেলার ব্যস্ততম বাজার এলাকা হাইস্কুল মোড়ে ঘটনাটি ঘটে। দোকান মালিক মোঃ মফিজুর রহমান (৫০) জানান, দুই যুবক দোকানে এসে কিছু পণ্য কেনার অজুহাতে টাকা ৫০০ টাকার নোট হাতে দেয়, পুর্বেই তারা টাকার সাথে কৌশলে শয়তানের নিঃশ্বাস নামক মেডিসিন মিশিয়ে রেখেছিল। সেই টাকার সংস্পর্শে আসার পরপরই ব্যবসায়ীর মাথা ঘোরা শুরু হয় এবং চোখে অন্ধকার নেমে আসে। সুযোগ বুঝে দুর্বৃত্তরা ড্রয়ার থেকে প্রায় ১ লক্ষ টাকা নিয়ে দ্রুত একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
এরপর আশেপাশের লোকজন ছুটে এলে অসুস্থ অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, ঘটনাটি এমন দ্রুত ঘটেছে যে ছিনতাইকারীদের আটক করার কোনো সুযোগই মেলেনি।
এ নিয়ে এলাকায় চরম ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন সন্ধ্যার পর দোকানপাটে কাজ করা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাঙ্গা সরদার বলেন
এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। যেভাবে ওষুধ ব্যবহার করে দোকানদারকে অচেতন করার চেষ্টা করা হয়েছে, তাতে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”
ঘটনার পরপরই মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক জানান, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ইতোমধ্যে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
এদিকে সাধারণ মানুষও এ ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, আধুনিক সময়ে ছিনতাইকারীরা নতুন নতুন কৌশল বের করছে। তাই সবাইকে আরও সচেতন থাকতে হবে।
Leave a Reply