
মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি আজ সকাল সাড়ে ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুস সালেহীন, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ মেহেরাব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক ঐতিহাসিক পালা, যেখানে জনগণের রক্ত ও ত্যাগের বিনিময়ে একটি নতুন সম্ভাবনার সূচনা হয়েছিল। এই গণজাগরণ ছিল জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।”
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply