
হাসান হৃদয়
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
কুমারখালীতে কালিগঙ্গায় গোসলে নেমে নিখোঁজ সোহানার খোঁজ মিলেছে, ঢাকায় তার খালাতো ভাইয়ের বাসায়” প্রায় ১০ দিন পর তার পরিবার সূত্রে জানা যায় সোহানার আগের স্বামী তার আপন খালাতো ভাই।
প্রায় দেড় বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আগে স্বামী ও আরেক টা বিবাহ করেন পরিবার থেকে লুকিয়ে কিন্তু সেই আগের স্বামীর কাছেই সোহানা ফিরে গিয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাগুলাট ইউনিয়নের বাঁশ গ্রাম কালী নদী গোসলে নেমে নিখোঁজ সোহানা।
রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে সরেজমিন গিয়ে এ দৃশ্য দেখা যায়।
ঘটনার পর দুইদিন ধ রে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ওই দিন বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে শনিবার দুইটার দিকে এক গামলা কাপড়চোপড় কাচতে এবং গোসল করতে গিয়েছিল সোহানা খাতুন। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় মা শিরিনা তাকে নদীতে ডাকতে যান। তিনি গিয়ে দেখেন গামলা ভরা কাপড়চোপড় পড়ে আছে, তবে সোহানা নেই। এরপর স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ওইদিন রাত ৮টা থেকে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এবং গতকাল রোববার সকাল ৮টা থেকে ফুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিকেল ৫ টা পর্যন্ত নিখোঁজ সোহানাকে উদ্ধার করতে পারেনি কেউ।
কোনো স্রোত নেই নদীতে। সেখানে নৌকায় চরে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের সহযোগীতা করেন এলাকাবাসি। ভিড় করেন কয়েক শত উৎসুক জনতা। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েন। দুই দিন ধরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এর পর থেকে নানা গুঞ্জন চলছিল এলাকাবাসীর মাঝে।
অবশেষে ১০ দিন পর সে গুঞ্জন সত্যি হলো। সে পালিয়ে আগের স্বামী কাছে ঢাকাতে আছেন।
Leave a Reply