
মো: সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যে দিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টায় ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক এবং বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক ড. মোঃ সুলতানুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী সংরক্ষক বেগম নুরুন্নাহারসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মাঝে সনদপত্র প্রদান করা হয় এবং সেরা তিনটি স্টলকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply