
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
একদল তরুণ, একটি মোবাইল ক্যামেরা, আর অফুরন্ত হাসির ভান্ডার এই নিয়েই গড়ে উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাটের ‘ভাইরাল সাইমন’ নামের এক ব্যতিক্রমী কনটেন্ট ক্রিয়েটর গ্রুপ।
গ্রামের সরল জীবন, মানুষের হাসি-কান্না, আর প্রাণবন্ত আঞ্চলিক ভাষা এসবকে একত্র করে তারা মাথাচ্ছে অনলাইন জগত , যা এখন ঘোড়াঘাটের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে গোটা অনলাইন জগতে ।
সাইমন গ্রুপ কনটেন্টের শুরুটা খুব সাধারণ। একটি পুরনো স্মার্টফোন, নিজেদের উঠোন বা পাড়ার দোকান সেখান থেকেই শুরু। প্রথমে বন্ধুদের জন্য মজার ভিডিও বানাতেন, পরে সেগুলো পোস্ট করতেন TikTok ও Facebook-এ। একসময় একটি ভিডিও, “কমলাবাগানের বাপ–বেটার কাহিনি” রীতিমতো ভাইরাল হয়ে যায়। তখন থেকেই সবাই চিনতে শুরু করে ভাইরাল সাইমন গ্রুপ কে।
সাইমন গ্রুপ মানুষের মন আরো আকৃষ্ট করে বাবা ও ছেলে শিশু সাইমনের অঙ্গী ভঙ্গির কারণে।
সাইমনের ভিডিওগুলোতে নেই কোনো জটিল সেটিংস বা সিনেমাটিক ক্যামেরা, নেই বিখ্যাত অভিনেতারা তবুও আছে এমন এক অভিনয় যা সহজ অথচ হৃদয়গ্রাহী।
এলাকার এক স্থানীয় দোকানী বলেন, সাইমনের ভিডিওগুলোতে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখি। গ্রামের ছেলেটা এখন আমাদের গর্ব।
এক ছোট্ট শিক্ষার্থী বলেন, স্কুল থেকে ফিরে তার ভিডিও গুলো দেখি। তার অঙ্গী ভঙ্গী গুলো বড় মানুষদের কে হারমানায়।
ভবিষ্যতে সাইমন ও তার বাবা সুমন মিয়া বলেন, আমরা একটি সম্পূর্ণ ইউটিউব নাটক নির্মাণ করতে চাই। আমাদের গ্রামের জীবন, ভাষা, আর হাসি-ঠাট্টাকে আরও বড় পরিসরে সবার সামনে তুলে ধরতে।
Leave a Reply