
হাসান হৃদয়
লালমোহন
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত রাজনৈতিক অভ্যুত্থান ও আন্দোলনে অংশ নেওয়া আহতদের নিয়ে গঠিত হলো ভোলার,জুলাই যোদ্ধা সংসদ,। বুধবার ২৫ জুন- /২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের নবগঠিত ভোলা জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব এবং সদস্য সচিব হিসেবে আছেন আরাফাত হোসেন তুষার।
২৪ শে জুলাই সংঘটিত রাজনৈতিক অভ্যুত্থান ও আন্দোলনে অংশ নেওয়া আহতদের নিয়ে গঠিত হলো ভোলার, জুলাই যোদ্ধা সংসদ। বুধবার (২৫ জুন) ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন, সংগঠক মো. সোহাগ মাহমুদ এবং সদস্য সচিব মাজাহারুল ইসলাম আপন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন,,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাইনুদ্দিন; যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন, মো. নুরে আলম ও মো. ইমরান হোসেন; সিনিয়র সদস্য সচিব মো. আবুল খায়ের; যুগ্ম সদস্য সচিব মো. রাকিব হোসেন, মো. ছালাউদ্দিন ও মো. রিপন রনি; মুখ্য সংগঠক মো. আলমগীর; মুখপাত্র মো. ইসমাইল।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. রিয়াজ উদ্দিন, মো. তানজিল ইসলাম, মো. হাবিব, মো. সোহেল, মো. হাবিবুর রহমান, মো. স্বপন, মো. আলী আকবর, মো. মামুন ইসলাম, মো. মাহাবুব আলম, মো. আলী আজগর মো. সহিউদ্দিন, মো. আল আমীন ও আমজাদ হোসেন।
কমিটির সদস্যরা সবাই ঐতিহাসিক জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং আহত হয়েছিলেন। তাঁদের সেই আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ এই কমিটি গঠন করা হয়েছে।
জুলাই যোদ্ধা সংসদ, একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনের লক্ষ্য—জুলাই আন্দোলনের আহত ও নিহতদের পরিবারের অধিকার রক্ষা ও স্বীকৃতি আদায়ে কাজ করবে বলে জানান।
Leave a Reply