এল এল বি মোহাম্মদ আলী –দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
✍️এটা কি প্রেম ঘটিত
নাকি রাজনৈতিক।
আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?
১৭ তারিখে প্রাইভেট শেষ করে বাসায় না গিয়ে হঠাৎ লঞ্চের কেবিনে, কার সহযোগিতায় এবং কেন?
ওই লঞ্চের কেবিনে কলেজ ছাত্রীর সঙ্গে কে কে ছিল?
ওই কেবিন কার নামে বুক হয়েছে এবং কে বুক করেছে?
লঞ্চ সুপারভাইজার নান্টু বাবু কিছুই জানেনা তার মানে এই নয় যে লঞ্চের স্টাফরাও কিছুই জানেনা?
সুকর্ণা আক্তার ইস্পিতা ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ একটি রাজনৈতিক দলের আসন্ন কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদপ্রার্থী- আসলে এই পদপ্রার্থীর মধ্যে কিছু লুকিয়ে নেই তো?
বিভিন্ন কলেজ থেকে আমাদের দৈনিক দক্ষিণ অপরাধ সংবাদ কে শত শত ছাত্র-ছাত্রী প্রশ্ন ছেড়ে দিয়েছেন মেয়েটি হঠাৎ করে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন কেন?
তার ব্যবহারিত মোবাইল ফোনটি কোথায়?
এর আগেও এই কলেজ ছাত্রী কলেজের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন কেন?
ওই ভিডিও এতদিন প্রকাশ করা হয়নি কেন?
এতদিন ভিডিও আড়ালে রাখার উদ্দেশ্য কি?
কার হাত ধরে ওই কলেজ ছাত্রী রাজনীতিতে এসেছে?
যতদিন নেতাদের অধীনে চলবে ততদিন ভালো, এমনও তো হতে পারে যে কথা না শোনার কারণে এমনটা হয়েছে?
একটা দিন মজুর ঘরের মেয়ে গতানুগতিক দলের নেত্রী হওয়ার স্বপ্ন দেখা এত সহজ নয়,
বহু কাঠ-খড়ি পোড়ানোর পাশাপাশি টাকারও প্রয়োজন হয় এমনও প্রশ্ন জনমনে।
এটা পাপিয়া ও মমতাজের যুগ
এ যুগে এমপি মমতাজ হতে হলে অনেক ঘাটের পানি খেয়ে সাতার কেটে আসতে হয় এটা ভুলে গেলে চলবে না।
তারপরও আমরা বলব
সত্য চাপা থাকলে অন্যায় উৎসাহ পায় আর সত্য উদঘাটিত হলে ন্যায় প্রতিষ্ঠিত হয়।
তাই আমরা গণমাধ্যম সমাজ ও মানবাধিকার কর্মীরা ভোলা জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উক্ত লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে সঠিক তদন্ত দাবি করছি এবং অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
Leave a Reply