মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম জনাব মোঃ কাজল মাজমাদার। নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক আচরণে তিনি আজ কুষ্টিয়ার আপামর জনগণের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।
ছোট-বড়, ধনী-গরিব নির্বিশেষে সবার জন্যই তিনি এক নির্ভরতার নাম। রাত হোক বা দিন, বিপদে-আপদে কুষ্টিয়ার মানুষের মুখে যে নামটি প্রথম উচ্চারিত হয়, তা হলো — “মানবিক কাজল”। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেন না। তাঁর সহানুভূতিশীল হাতই হয়ে ওঠে বহু পরিবারের একমাত্র আশ্রয়।
রাজনীতিকে তিনি দেখেন সেবার মাধ্যম হিসেবে। কোনো পদ, পুরস্কার বা গৌরবের মোহে নয় — কুষ্টিয়ার মানুষের অকৃত্রিম ভালোবাসা আর কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। সততা, ত্যাগ আর দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
“মানুষের জন্য রাজনীতি, নিজের জন্য নয়” — এই আদর্শকে বুকে ধারণ করে জনাব কাজল মাজমাদার এগিয়ে চলেছেন দৃঢ় পায়ে। তাঁর নেতৃত্বে কুষ্টিয়ায় গড়ে উঠছে একটি মানবিক, উন্নয়নমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক ধারা। উন্নয়ন, মানবসেবা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা — এই তিন মূলনীতিকে সামনে রেখে তিনি রচনা করে চলেছেন এক ব্যতিক্রমধর্মী নেতৃত্বের দৃষ্টান্ত।
জননেতা মোঃ কাজল মাজমাদারের মতো মানবিক নেতৃত্ব কুষ্টিয়ার উন্নয়নের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে — এই আশাই রাখে কুষ্টিয়াবাসী।
স্যালুট জানাই এই জনদরদী, মানবিক নেতাকে।
Leave a Reply