তুহিন দেওয়ান
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ মে (বৃহস্পতিবার) দুপুর ১২:৩০ মিনিটে তজুমদ্দিন বাজারের উত্তর মাথা থেকে কুখ্যাত ডাকাত জসিম ওরফে কালো জসিমকে আ★টক করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
কালো জসিম দীর্ঘদিন ধরে ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। ২০০৬ সালের একটি ডাকাতি মামলার ভিত্তিতে এএসআই আলাউদ্দিন আল মাসুম ও এএসআই মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্ব তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কালো জসিমের বিরুদ্ধে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় মোট ১১টি মামলা রুজু রয়েছে। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তজুমদ্দিন থানা পুলিশ জানায়,নিয়ম মোতাবেক পুলিশ পাহারায় কালো জসিমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply