মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চলমান একটি জলকপাট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এই ঘটনায় পুলিশের হস্তক্ষেপে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি নির্মাণস্থলে ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী তাঁর ওপর হামলা চালায়। তারা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিতে চায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান।
পরবর্তীতে সাংবাদিক তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের একজনকে গ্রেফতার করে। বাকিরা পলাতক রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জলকপাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ডিজাইন অনুযায়ী কাজ না করা এবং বিলের অস্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। সাংবাদিক সেইসব তথ্য সংগ্রহ করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সাংবাদিক নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Leave a Reply