
হাসান হৃদয়
স্টাফ রিপোর্টার
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে এম্বুলেন্স রমরমা বাণিজ্য সিন্ডিকেট,, গত মঙ্গলবার রাত ১১টা ৩০মিনিটের ঘটনা। এমন অমানবিক ঘটনা ঘটে একজন অসহায় প্রসূতি মায়ের সাথে, প্রসূতি মা তার বাচ্চা সহ দু,দিন লালমোহন হাসপাতালে ভর্তি ছিলেন, এদিকে ডাক্তার প্রসূতি মা ও তার বাচ্চার চিকিৎসা উন্নতি না হওয়ায়, ইমারজেন্সি ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন।
কিন্তু সেখানে সরকারি এম্বুলেন্স থাকা সত্ত্বেও ৩৫০০ টাকা দাবি করে অসহায় মায়ের কাছে, এ যেন মহা সিন্ডিকেট,, শেষ পর্যন্ত রোগী উপায় না পেয়ে ২৬০০ টাকা বললেও অ্যাম্বুলেন্স ড্রাইভারা রাজি হয়নি।
অতঃপর অসহায় রুগী কোন উপায় না পেয়ে স্লাইন লাগানো অবস্থায় সিএনজি করে অনেক কষ্টে ভোলায় গিয়ে পৌঁছাই।
এভাবেই প্রতিদিন অনেক অসহায় রোগীকে পড়তে হয় এম্বুলেন্স সিন্ডিকেটে,
বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় প্রশাসন ভোক্তা অধিকার সহ দায়িত্বরতা কৃর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অসহায় মানুষ যেন দ্রুত এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট থেকে রক্ষা পায়।
Leave a Reply