মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। গত ২০মে সন্ধ্যায় তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- কালাম মন্ডল ও সোহাগ মন্ডল। তারা সম্পর্কে আপন ভাই।
আটককৃতদের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে জুবায়েদ সাদিক রিফাত নামের এক ভুক্তভোগী ৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এজাহারনামীয় আসামীরা হলেন- ০১। উজ্জল মন্ডল (৩৪), পিতা-কালাম মন্ডল, ০২। কালাম মন্ডল (৫৫), পিতা-মৃত মোবারক মন্ডল, ০৩। সোহাগ মন্ডল (৩৭), পিতা-কালাম মন্ডল, সর্ব সাং-শান্তিডাঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ আসামীকে আটক করে।
এজাহারের বরাত দিয়ে জানা যায়, আসামীগণ মামলার বাদীর গ্রাম্য প্রতিবেশী। ০৩ নং আসামী সোহাগ মন্ডল এলাকায় সাধারণ মানুষের জায়গা জমি ক্রয়-বিক্রয়ের জন্য দালালি করে এবং সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে মানুষকে হয়রানি করে। উক্ত আসামীদের সাথে বাদীর পিতা মোঃ ফকর উদ্দিন (৫৫), পিতা-মৃত মুনছুর আলী, সাং-শান্তিডাঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়ার জমি জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ইং ১৪/০৫/২০২৫ তারিখ অনুমান সকাল ১০ ঘটিকার সময় বাদীর চাচাতো ভাই রিপন খান (৩৮), পিতা-আয়ুব আলী খান সাং-শান্তিডাঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া ব্যবসায়িক কাজে বাসা থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথমধ্যে আসামীগণ হাতে বাঁশের লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে তার পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তখন তিনি গালিগালাজ করার কারণ জিজ্ঞাসা করলে আসামীগণ ক্ষীপ্ত হয়ে ০২ নং আসামী কালাম মন্ডল এর হুকুমে ০৩ নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে রিপন তার ডান হাত দিয়ে ঠেকালে তার ডান হাতের উপর লেগে নিলাফুলা জখম হয়। সেসময় আসামীগণ একত্রে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে এবং ৫ লক্ষ টাকা জোর করে কেড়ে নেয়। বাড়ির বাইরে তার ডাক-চিৎকার শুনে বাদী ও তার পিতা দ্রুত বাড়ি থেকে বের হয়ে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে আসামীগণ তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার, রড দিয়ে আমাদের এলোপাতাড়ি ভাবে মারপিট করে তাদের শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। বাদীর পিতা মাটিতে পড়ে গেলে ০১ নং আসামী উজ্জল মন্ডল ও ০৩ নং আসামী সোহাগ মন্ডল তাদের হাতে থাকা লোহার রড দিয়ে তার ডান পায়ের পাতায় আঘাত করে গুরুতর হাড়ভাঙ্গা জখম করে।
প্রসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারনামীয় দুই আসামীকে আটক করা হয়েছে এবং একই মামলায় পলাতক অন্য আরেকজন আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply