ভোলা প্রতিনিধি:
চরফ্যাশন, ভোলা: চর কুকরী এলাকায় বসতঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য—এমনটাই বলছেন অভিযুক্ত বনি আমিন ও আনিচ বক্স। তাদের দাবি, অভিযোগকারী আয়সা বিবি ও তার স্বামী আবুল বাসার বছরের পর বছর ধরে চর এলাকায় জমি দখল, গরু চুরি, এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
বনি আমিন বলেন, “ওই পরিবার চর এলাকায় একটা ত্রাস ছিল। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে তারা শুধু আমাদের জমিই নয়, আরও অনেকের জমি দখল করে রেখেছিল। গরু চুরির একাধিক ঘটনায় তাদের নাম এসেছে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারেনি।”
স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর আবুল বাসার এলাকা ছেড়ে পালিয়ে যান, কারণ তখন আর তার প্রভাব ছিল না। একজন স্থানীয় প্রবীণ বলেন, “আবুল বাসার চর কুকরীতে একটা সন্ত্রাসী সিন্ডিকেট চালাতো। জমি দখল, গরু চুরি, খালের মাছ লুট, এসব তাদের কাছে ছিল নিত্যদিনের ঘটনা।”
অভিযুক্তদের দাবি, তাদের বিরুদ্ধে এখন যে ‘হামলার নাটক’ সাজানো হয়েছে, সেটি মূলত প্রশাসনের নজর ঘোরাতে এবং আগের অপকর্ম আড়াল করার চেষ্টা মাত্র।
আনিচ বক্স বলেন, “এখন মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে, অথচ প্রমাণসহ আমরা দেখাতে পারি—ওরা কীভাবে আমাদের জমি দখল করে রেখেছিল।”
তাদের দাবি অনুযায়ী, বৈধ কাগজপত্র—দলিল, খতিয়ান, পর্চা, খাজনার রশিদ — সবই অভিযুক্তদের নামে রয়েছে,
এলাকাবাসীর একটাই দাবি—সত্য উদঘাটন হোক এবং যেই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক।
Leave a Reply